শ্যামনগর উপজেলাধীন পদ্মপুকুর ইউনিয়নে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদ ও সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায়, ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের হলরুমে সভার আয়োজন করা হয়। বারসিক কর্মকর্তা বাবলু জোয়াদ্দারের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম। এই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সবুর, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আহাসান উল্লাহ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত হোসেন খোকন, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম কুমার, প্রাক্তন ইউপি সদস্য মো. আসরাফ হোসেন। ৪ ৫ ৬ নং ওয়ার্ড ইউপি সদস্যা শুক্কুরী রানী মন্ডল, ৭ ৮ ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যা জাহানারা খানম সহ সি পি পি টিম লিডার, সিডিও ইয়র্থ টিমের সদস্য এলাকার গন্য মান্য ব্যক্তি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে আমাদের উপকূলের মানুষ নানা সমস্যায় জর্জরিত ও ক্ষতিগ্রস্থ। এর ফলে মানুষের মধ্যে তৈরী হচ্ছে নানা ধরনের দ্বন্দ। স্থানীয় সরকারের কাছে দুর্যোগকালীন বরাদ্দ রাখার দাবী জানান। সেই সাথে বেড়িবাধ সংস্কারের আহবান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মফিজুর রহমান, সহকারী কর্মসূচি কর্মকর্তা রুবিনা পারভীন, মনঞ্জয় মন্ডল ও স্থানীয় জনগোষ্টী।