যশোরে ২৪ শে নবেম্বর বৃহস্পতিবার জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২২ শে নবেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় কলারোয়া উপজেলা চত্বর থেকে একটি আনন্দ মিছিল কলারোয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে উপজেলা অডিটোরিয়ামের সমনে এসে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক আলিমুল ইসলামের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম (লাল্টু)।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম মল্লিক কলারো উপজেলা যুবলীগ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলী(ভিপি),চন্দন পুর ইউনিয়ন চেয়ারম্যান যুবলীগ নেতা ডালিম হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা আতাউর রহমান আতা,কলারোয়া পৌর ছাত্র লীগের সভাপতি সরদার ইমরান, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি টিপু, সাধারণ সম্পাদক ফাইম,শ্রমিক লীগের সভাপতি, সাধারণত সম্পাদক উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন,২৪ শে নভেম্বর গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যশোর আসছে। নেত্রী আগামী জাতীয় নির্বাচনে দিকনির্দেশনা দিবেন। সেই নির্দেশনাও অনুযায়ী আগামী নির্বাচনে আমরা আবারো নেত্রীকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। প্রতিটা ইউনিয়ন থেকে আপনারা উপজেলায় আসবেন উপজেলায় একত্রিত হয়ে রওনা দেব। সকলে একত্রিত হয়েই যশোরের জনসভায় সফল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই নেতা।