কুমিল্লার কাকন আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত। তাইত প্রিয় দল হারার শোক মেনে নিতে পারেনি সে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বকাপের গ্রুপ সি পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। এতে ম্যাচ শেষের কিছুক্ষনের মাঝেই স্ট্রোক করেন কাকন।
এই ঘটনাটি ঘটে কুমিল্লা রেসকোর্স এলাকায়।
জানা গেছে, মৃত মো. কাকন খেলা দেখার সময় স্ট্রোক করে মারা যান বলে তার বড় ভাই মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, মৃত্যুর বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।