সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন সিপিপি’র উদ্যোগে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি সম্পর্কে গণ সতর্কমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর সোমবার নঁওবেকি মাধ্যামিক বিদ্যালয় মাঠে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” আয়োজন করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহকারী পরিচালক শ্যামনগর, মুনসী নূর মোহাম্মদ, পরিচালিত গণসচেতনতামূলক “মাঠ মহড়া” উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ দুর্যোগের করণীয় সম্পর্কে জানতে পারে।
মাঠ মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুসালে বাবু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত থেকে মাঠ মহড়ার অনুষ্ঠানটি উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ, উপজেলা সিপিপি টিম লিডার মাকসুদুর রহমান মুকুল, আটুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সিপিপি বিভিন্ন টিম লিডারবৃন্দ।
বক্তরা বলেন, গণসচেতনতামূলক “মাঠ মহড়া” উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ দুর্যোগের করণীয় সম্পর্কে জানতে পারবেন।