কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ময়জুদ্দি মোল্লার পুত্র ফজর আলী মোল্লা একজন খেটে খাওয়া দিন মজুর। বসবাস করতেন জীর্ণ কুটিরে। রোদ, বৃষ্টি, ঝড়ে সীমাহীন কষ্ট পেতে হত তাকে। একটি নতুন ঘর পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তার আবেদনে সাড়া দিয়ে জেলা প্রশাসনের অর্থায়নে তাকে একটি নতুন পাকা ঘর তৈরী করে দেওয়া হয়েছে। দুঃখের অবসান হওয়ায় হতদরিদ্র ফজর আলী আনন্দে আত্মহারা হয়ে জেলা প্রশাসনের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানিয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক এটিই কামনা।