শ্যামনগর উপজেলা ৯ নং বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদে ১৯ নভেম্বর(শনিবার) সকাল দশটায় অক্স ফাম এর আথিক সহযোগিতায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে জলবায়ু বিপদাপন্ন জনগোষ্ঠীর নিরাপত্তা এবং ক্ষয়ক্ষতির অর্থায়নের জন্য গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতার হোসেন, ব্রেকিং দ্যা সাইল্যান্স প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম,প্রোগ্রাম হেড অক্সর্ফাম বাংলাদেশ প্রতিনিধি মাহমুদা সুলতানা,অক্সর্ফাম ইন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার নুজরাত নুয়েরি,সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়ারদার,
বুড়িগোয়ালিনী বিড অফিসার এসআই পিংকু,। গনশুনানিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবেদ হাসান, মহতাব উদ্দিন সরদার, আজিজুল ইসলাম,সাংবাদিক আনিসুজ্জামান সুমন, বুড়িগোয়ালিনী ফরেষ্ট জামে মসজিদের ইমাম আলহাজ্ব রেজাউল করিম, সাবেক মেম্বর মৃনাল কান্তি মনন্ড,মাষ্টার রেজাউল করিম,
ঈমাম পুরোহিত ও সুধীজন। বক্তাগণ টেকসই বেড়ীবাধ নির্মাণ, নদী ভাঙ্গন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরিকল্পিত চিংড়ী চাষ বন্ধ, জলবদ্ধতা সৃষ্টি হওয়া সরকারি খাসখালের বন্দোবস্ত বাতিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য ও প্যানেল, চেয়ারম্যান আব্দুর রউফ ব্রেকিং দ্যা সাইলেন্স অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।