আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে মাতামাতি শুরু হয়েছে। শোবিজ তারকারাও যেন মেতেছেন ফুটবলে এই বড় উৎসবে। প্রত্যেকেই নিজের প্রিয় দলকে নিয়ে তর্কযুদ্ধে পিছিয়ে নেই এক চুলও।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রিয় দলের কথা জানাচ্ছেন। উচ্ছ্বাস প্রকাশ করছেন প্রিয় খেলোয়াড়দের নিয়ে।
সম্প্রতি চিত্রনায়িকা পূজা চেরি গণমাধ্যমে জানিয়েছেন তিনি আর্জেন্টিনার সাপোর্টার। পূজা বলেন, “যদি আর্জেন্টিনা হেরে যায় টিভি বন্ধ করে দেব। খেলা দেখব না। আর্জেন্টিনার বাইরে আর কোনো দল নাই।”
পূজা চেরির এমন মন্তব্যে এ কথা স্পষ্ট যে, তিনি আর্জেন্টিনার ডাই হার্ট ফ্যান। তিনি বুঝেশুনেই আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন। বিশেষ করে এই চিত্রনায়িকা লিওনেল মেসির ভক্ত। তবে তার ভাষায়, ‘মার্কো রহো আর ডি মারিয়ার খেলা দেখে নিজেকে তরতাজা লাগে।’
পূজা চেরির ভাষ্য অনুযায়ী “মাঠের খেলাটাই হচ্ছে আসল। তাই এ নিয়ে বেশি তর্ক করা যাবে না। মাঠে বল গড়ালেই বোঝা যায় কে বেশি ভালো খেলে।”
তবে যে যাই বলুক, সামাজিক যোগাযোগমাধ্যমে যত কথাই হোক এই চিত্রনায়িকা সাফ বলে দিয়েছেন “দল আমার একটাই। সেটা হচ্ছে আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না।”