দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ১৯ নভেম্বর সর্বপ্রথম সাতক্ষীরার শ্যামনগর হানাদার মুক্ত হয়। মুক্তিপাগল বাংলার দামাল ছেলেরা শ্যামনগরকে হানাদার মুক্ত করে। পালিত হয় শ্যামনগর পাক হানাদার মুক্ত দিবস। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যথাযথভাবে দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে।
শনিবার সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার। উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডর , ডেপুটি কমান্ডার মোঃ আবুল হোসেন, সন্তান কমান্ডের সভাপতি, সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বীর মুক্তিযোদ্ধারা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।