ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রিদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে” হাসিমুখ” সেঞ্চুরী সাতক্ষীরা। সোমবার সাড়ে ১১ টায় সময় ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে নিজ হাতে উপহার তুলে দেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষযক সম্পাদক ও সেঞ্চুরী সাতক্ষীরা পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। বিদ্যালয়ের শিশু,থেকে পঞ্চম শ্রেনিতে মোট ১২০ জন ছাত্র-ছাত্রিদের মাঝে উপহার প্রদান করা হয়। এ সময় উপস্খিত ছিল উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা সাহানা খাতুন,ওসহকারি শিক্ষক গণ এছাড়ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও ২জন সদস্য ্উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা সাহানা খাতুন বলেন হাসিমুখের এমন উদ্যোগ ছাত্র-ছাত্রিরা পড়ালেখায় অনেক উৎসাহিত হবে।