হাসিমুখ, সেঞ্চুরি সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় দেবহাটায় ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার সখিপুর ইউনিয়নে নারিকেলি সাইক্লোন সেন্টারে এবং হাদিপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ চারা বিতরণ করা হয়। এসময় বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্পও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক ও বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটির উপদেষ্টা মিজানুর রহমান, সংগঠনের সভাপতি আখিনুর ইসলাম, সহ-সভাপতি লুৎফুন নাহার, সাধারণ সম্পাদক আসমা পারভীন প্রমুখ। এসময় অসংখ্য মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা করা হয়। এছাড়া নারিকেলি সাইক্লোন সেন্টার চত্বরে গাছের চারা রোপন করা হয়।