গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বই বিনামূল্যে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এবং হাইবাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিজ মিঞা, মাধ্যমিক শিক্ষা অফিস নূর মোহাম্মদ তেজারত, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন নকিপুর বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শেখ আফজালুল রহমান, তপন কুমার বিশ্বাস, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক অনাথ মন্ডল, শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা।
এসময় বাংলাদেশ সরকারের উন্নয়ন সফলতা তুলে ধরেন বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভূমিকা থাকবে।