আন্তর্জাতিক শেফ দিবসে ‘সেরা রন্ধনশিল্পী-২০২২’ সম্মাননা পেয়েছেন কালিনারি আর্টিস্ট হাসিনা আনছার নাহার।
দিবসটি উপলক্ষ্যে গত বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে ২০টি ক্যাটাগরিতে সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।
হাসিনা আনছার ‘নাহার কুকিং ওয়ার্ল্ড’র স্বত্বাধিকারী ও প্রশিক্ষক।এ ছাড়া কুকিং এসেসর আর ঐতিহ্যবাহী রান্না সেরা ১০০ রেসিপি বইয়ের সম্পাদক এবং বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের গণসংযোগ সম্পাদক তিনি।
আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি স্টাডিস বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজের সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক প্রিন্সিপাল পাভেল এ চৌধুরী, শেফ ইউনিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা শেফ নূরে আলম শিকদারসহ বিভিন্ন ব্যক্তিরা।