সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম রবিউল ইসলাম এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মার্ক কনষ্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ার্স নির্মিত বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার।
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিব শেখ। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধার, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক বৃন্দ, ইউপি সদস্যগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।