সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা পুর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ টি ইঞ্জিন চালিত ট্রলার, ১৪ টি ডিঙ্গি নৌকা, অবৈধজাল, প্রজনন মৌসুমে নিষিদ্ধ কাঁকড়া উদ্ধার সহ ৪৫ জেলেকে আটক করেছে।
অফিস মাধ্যমে জানা গেছে সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিমের টিম লিডার মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে গত ১৮ জানুয়ারী হতে ২৪ জানুয়ারী সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে ট্রলার, নৌকা, অবৈধ জাল সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে ও মালামাল কোকিলমুনি শ্যালার চর, কটকা, সুপতী. চরাপুটিয়া, ঝাপসী স্টেশন ও ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটককৃত মালামাল ও জেলে আটকের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।