গভীর সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে পাঁচটি কাঁকড়া আহরণ করা নৌকা ও একটি মাছ ধরা নৌকা সহ ১৯ জেলেকে আটক করেছে( ১২ অক্টোবর ২০২৩) বৃহস্পতিবার রাতে।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এ,বি, এম হাবিবুল ইসলামের অভিযান পরিচালনায় রায়মঙ্গল নদী থেকে আটক করেন বলে জানান বনবিভাগ।
আটক কৃত আসামীরা হলেন শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের মোক্তার হোসেনের পুত্র সবুর সরদার (৪৭)
মোঃ আনাররুল ইসলাম, আসলাম সরদার,মোঃ আনারুল,মোঃ আবুল বাসার, শশাধর রফতান, গোলাম সরদার,জহুর আলী,রমজান আলী,আবুল কাশেম গাজী, রবিউল ইসলাম, মোস্তফা গাজী, মোঃ ইসমাইল হোসেন সহ মোট ১৯জন জেলে আটক করেন আটককৃত জেলেদের নামে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা।