প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের বাঘের চামড়া উদ্ধারের পরে এবার উদ্ধার হয়েছে বাঘের মরা দেহ। (১০ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১০ টার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলমের নেতৃত্বে অভিযান চালায়।
এসময় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছী মুরালীখাল এলাকা থেকে অর্ধগলিত বাঘ উদ্ধার করছে । ষ্টেশন কর্মকর্তা নুরুল আলম জানান, সকালে সুন্দরবন থেকে ফিরে আসা জেলেদের মাধ্যেমে খবর পেয়ে কলাগাছী মুরালীখাল থেকে মৃত বাঘ উদ্ধার করি। বয়স হয়ে যাওয়ার করাণে বাঘটির মৃত্যু হয়েছে। বাঘটির এখান থেকে ১ মাস আগে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মৃত বাঘের নুমুনা নিয়ে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এরপর মৃত বাঘটি মাটিতে পুতে রাখা হবে। শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। সম্প্ররতি গত রবিবার (৬ জানুয়ারী) র্যাবের ৬ অভিযানে হরিনগর থেকে একটি বাঘের চামড়া সহ ২ জনকে আটক করে।