সাতক্ষীরার শ্যামনগরে সি পি পি স্বেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ শেষে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) মুন্সিগঞ্জ ইউনিয়নের শুশিলন টাইগার পয়েন্ট বেলা ১২ টায়
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনডিসি, সচিব, দুর্যোগ ব্যৱস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোঃ কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চীপ অব মিশন আই ও এম বাংলাদেশ আব্দুস সাত্তার ইসোয়েভ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিপিপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিচালক (প্রশাসন) আহমাদুল হক,
ঢাকা প্রধান কার্যালয় পরিচালক (অপারেশন্যা সিপিপি নূর ইসলাম খান ওসি, সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোঃ আব্দুল বাছেদ, উপজেলা টিম লিডার মাকছুদুর রহমান মুকুল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি সম্পর্কে গণ সতর্কমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” আয়োজন করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহকারী পরিচালক শ্যামনগর, মুনসী নূর মোহাম্মদ, পরিচালিত গণসচেতনতামূলক “মাঠ মহড়া” উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ দুর্যোগের করণীয় সম্পর্কে করনিয় বিভিন্ন পর্যায়ের কার্যক্রম ফুটিয়ে তোলেন। এসময় উপস্থিত ছিলেন
ব্র্যাক প্রধান কার্যালয়, ঢাকা,দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি প্রধান খন্দকার গোলাম তৌহিদ,সিপিপি ঢাকা প্রধান কার্যালয়ন উপ-পরিচালক (প্রশা:) শরাফ হোসাইন খান,
খুলনা আঞ্চলিক কার্যালয় উপ-পরিচালক, সিপিপি-জনাব আব্দুল লতিফা,
বক্তরা বলেন, গণসচেতনতামূলক “মাঠ মহড়া” উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ দুর্যোগের করণীয় সম্পর্কে জানতে পারবেন।