নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা ডা. জর্জ উইলিয়াম বিগবাই’র স্মরণ সভা এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপির জন্মদিন পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেনের আয়োজনে রেডিও নলতা’র সভ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নলতা হাসপাতালের সুপারিনটেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপ্পির সভাপতিত্বে রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ারের সঞ্চলনায় সংবর্ধিত অতিথি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।
অন্যান্যদের মধ্যে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আখছেদুর রহমান, ডাঃ সুব্রত কুমার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফাউন্ডেশনের ঢাকা অফিসের সেক্রেটারী আতিয়ার রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হুসাইন, এমজেএফ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, যুবলীগ নেতা জাহিদ হোসন, সাইফুজ্জামান টুটুল, ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেন, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশন, প্রস্থথেটিক এন্ড অর্থ পেডিক্স সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেবআলী, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান।