পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণের কাচা ও রান্না করা মাংস জব্দ করেছে বনবিভাগ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের নজরুল গাজীর পুত্র মাহমুদুল হোসেন বর্তমান ঠিকানা মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাং গ্রামের বাবু গাজীর জামাই বন বিভাগ সূত্রে জানা গেছে,১ডিসেম্বর ২০২৩ শক্রবার রাত ৯ টায় ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরাগাং ফরেস্ট টহল ফাঁড়ি ও টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ি সহ সিপিজি’র সদস্যদের নিয়ে যৌথ টহলরত অবস্থায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সেলেন্ডারকৃত বনদস্যু হরিণ শিকারি মাহমুদুল-এর বাড়িতে কাচা ও রান্না করা কিছু হরিণের মাংস জব্দ করে। তবে বন বিভাগের উপস্থিত টের পেয়ে হরিণ শিকারী দ্রুত পালিয়ে যায়। এর আগেও অনেক অভিযোগ রয়েছে হরিণ শিকার করে শহরে এনে মাংস বিক্রি করে এই সেলেন্ডারকৃত বনদস্যু মাহমুদুল এবিষয়ে মরাগাং ফরেস্ট টহল ফাঁড়ির ওসি সোলাইমান হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ি ও আমরা সহ অভিযান পরিচালনা করে মরাগাং গ্রামের মাহমুদুলের বাড়ি থেকে দশটি হরিণ মারার ফাঁদ ও প্রায় সাড়ে তিন কেজি মাংস উদ্ধার করেছি কোনো আসামি পাওয়া যায়নি তবে যেহেতু মাহমুদুলের বাড়িতে মাংস পাওয়া গেছে বন আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।