সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি গাজী মোক্তার হোসেন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল। প্রধান অতিথি বক্তব্যে বলেন সাংবাদিক জাতির বিবেক আপনার সাতক্ষীরার উন্নয়ন নিয়ে ভালো ভালো দিকগুলো আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি সিনিয়ার সাংবাদিক বরুণ ব্যানার্জী।
সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের কমিটি মেয়াদ শেষ হওয়ায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৫ নতুন কমিটি ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন হয়। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি গাজী মোক্তার হোসেনকে সভাপতি ও দৈনিক মুক্ত খবর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃমনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক নির্বাচন করে কমিটিতে অন্যান্যরা হলেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃশাহাজান আলম সহ-সভাপতি, দৈনিক একুশের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃজাহিদুর রহমান পলাশ সাংগঠনিক সম্পাদক, দৈনিক প্রভাতী খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম কোষাধক্ষ্য, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মামুন হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক বিপ্লব দপ্তর সম্পাদক, দৈনিক ৭১ সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম সাগর কার্যনির্বাহী সদস্য, দৈনিক বাংলার দূত পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. ওবাইদুল ইসলাম কার্যনির্বাহী সদস্য, দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাতক্ষীরা সদর প্রতিনিধি মো. শিমুল হোসেন বাবু কার্যনির্বাহী সদস্য, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ মনিরুজ্জামান কার্যনির্বাহী সদস্য, দৈনিক দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার উপ-সম্পাদক মো.মাজহারুল ইসলাম কার্যনির্বাহী সদস্য। গণমাধ্যম কর্মীদের সংগঠন সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। এ সময় কমিটি গঠনে ক্লাবের সকল সদস্য এবং অনন্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সদস্য দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মো. শফিকুল ইসলাম।