সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অর্ধশত দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় নূরনগর ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বিএনপি কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা তাঁতি দলের সাবেক সহ-সভাপতি জি এম আবু ইউছুপ। এ সময় উপস্থিত ছিলেন নূরনগর নবীন সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিএনপি নেতা সেখ সালাহউদ্দীন, নূরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম মোঃ রাজু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাদিকুর রহমান, যুব নেতা মোঃ সাইফুল ইসলাম, আশরাফুজ্জামান (নান্টু), জুল ফিকার, অয়েজ ক্রুনি, সেখ লিয়াকত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, বিএনপির নির্দেশনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সাধারণ মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।