সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর বিকালে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও স্বপ্ন সিঁড়ির উপদেষ্টা মো: আজিজুর রহমান পলাশ।
স্বপ্নসিঁড়ির সভাপতি ও স্টান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটসের সম্পাদক ও স্বপ্ন সিঁড়ির উপদেষ্টা এস এম আসাদুজ্জামান, স্বপ্ন সিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও শীতবস্ত্র বিতরণ উপ-কমিটির আহবায়ক সালাউদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এস এম বিপ্লব হোসেন, জামাল হোসেন, স্বপ্ন সিঁড়ি মুক্ত গার্লস ইন রোভার ইউনিটের আর এস এল আয়েশা বিনতে আহম্মেদ, উপ দপ্তর সম্পাদক সেলিম হোসেন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ইয়াকুব আলী, সিনিয়র রোভার মেট আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্বপ্ন সিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভাররা।