আজ শোকাবহ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জাতি আজ স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের, যাদের হারিয়েছে স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্ন থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত। শহীদ বুদ্ধিজীবী পালন উপলক্ষে আজ সকাল ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শহীদ মিনারে এবং ১০.৩০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা গণ। সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার, জেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতি তার বক্তব্যে বলেন, “সহমর্মিতা প্রকাশ করছি শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যারা দীর্ঘ ৫১ বছর ধরে বয়ে চলেছেন আপনজনকে নির্মমভাবে হারানোর মর্মন্তুদ বেদনা ও কষ্ট। এই হত্যাযজ্ঞের মাধ্যমে পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের এদেশীয় দালালরা চেয়েছিল বাঙালী জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা যাতে এদেশে যথাযথভাবে বিকশিত না হয়। বিজয়ের মাসে সমগ্র দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বজ্রশপথ নিতে হবে- যে কোন মূল্যে রুখে দিতে হবে দেশবিরোধী অপতৎপরতাকারীদের। উপড়ে ফেলতে হবে তাদের হিংস্র বিষদাঁত। তা না হলে একাত্তরের মহান শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মা শান্তি পাবে না কোনো দিন।” এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা স্থানীয় সরকার উপ পরিচালক মাশরুবা ফেরদৌস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।