শিরোনাম ::
শ্যামনগরে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সাবেক এমপি কাজী আলাউদ্দীন শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনের হরিণ লোকালয়ে, উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করলো স্থানীয়রা কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে কাকড়া সহ ট্রলার জব্দ কচুয়ায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তাজ খান নাইমকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা গাবুরা‌তে ৯৩৫ প‌রিবা‌রে না‌বি‌কের কুরবানীর মাংস বিতরণ পরিবেশ দিবসে উপকূলের টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চিতের দাবি  ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই শ্যামনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরে আলম সানা ও মাসুম সানার বিরুদ্ধে সন্ত্রাসী মূলক কর্মকান্ডের অভিযোগে সংবাদ সম্মেলন বাগেরহাট নৃত্য শিল্পী সংস্থার কার্যকরী কমিটিতে সভাপতি তিথি দেবনাথ,সম্পাদক আল আমীন ভেটখালী বাজারে মোঃ শহিদুজ্জামানের পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরন সেনা অফিসার পরিচয়ে এলাকায় দাপট দেখান দুই ভাই শ্যামনগরে মদীনাতুল উলুম মাদানীনগর মাদরাসায় হিফজ ছবক উদ্বোধন শ্যামনগরে বেড়িবাঁধ ফাটল আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরের অন্তাখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে জেলি পুশকৃত চিংড়ি জব্দ ও আটক দুই সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে এক প্রতারক নাটক শ্যামনগরে এক দিনের ব্যবধানে আবারও পরিত্যক্ত অবস্থায় হাসুয়া ও রামদা উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক ও বিভিন্ন উপকরণ বিতরণ সুন্দরবন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বিজিবি’র অভিযানে নয় কোটি টাকার ভারতীয় মালামাল আটক ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাবলেটসহ মালামাল জব্দ ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস আটক

সাতক্ষীরা’য় পুলিশের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ভূষিত সদর থানার ওসি শামিনুল হক

সাতক্ষীরা প্রতিনিধি:
হালনাগাদ : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা’য় অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাথায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরুস্কার পেয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি মো: শামিনুল হক। রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত জেলা পুলিশের কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা পুরুস্কার তুলে দেন।

কল্যাণ সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।

সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলা ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্যাকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), ডাঃ আবু হোসেন,পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।

প্রাসংঙ্গত : সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক যোগদানের পর থেকেই সদর থানার পুলিশ আরো জনবান্ধব হয়েছে। এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।ওসির তৎপরতায় সদর থানার পুলিশ আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে। জননগণ থানায় গিয়ে এখন তড়িৎ পুলিশি সেবা পাচ্ছেন।


এই বিভাগের আরো খবর