সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা’য় অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাথায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরুস্কার পেয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি মো: শামিনুল হক। রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত জেলা পুলিশের কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা পুরুস্কার তুলে দেন।
কল্যাণ সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।
সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলা ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্যাকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), ডাঃ আবু হোসেন,পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।
প্রাসংঙ্গত : সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক যোগদানের পর থেকেই সদর থানার পুলিশ আরো জনবান্ধব হয়েছে। এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।ওসির তৎপরতায় সদর থানার পুলিশ আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে। জননগণ থানায় গিয়ে এখন তড়িৎ পুলিশি সেবা পাচ্ছেন।