সাতক্ষীরার সদরের উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর বাজারে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। সে দেভাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আমিন গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজিব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ৯টার সময় শ্রীরামপুর বাজারের শহিদুল ইসলামের দোকানের সামনে অভিযান চালানো হয়।
এ সময় আব্দুর রাজ্জাককে গাঁজাসহ আটক করা হয়। আটক গাঁজার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা থানার মামলা হয়েছে। মামলা নং-২৩, তাং ০৪/১১/২২, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১।