: সাতক্ষীরার তালা উপজেলায় জুয়া খেলার সময় পুলিশের হাত থেকে পালাতে গিয়ে আবুল মোড়ল ওরফে জমিদার (৫১)নামে এ জুয়ারীর মৃত্যু হয়েছে। বুধবার(১৪ডিসেম্বর) রাতে তালা উপজেলার মাগুরাডাঙা এলাকার প্রগতি স্কুলের পাশে ঘটনাটি ঘটে। নিহত আবুল ওরফে জমিদার উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে। জানা যায়,বুধবার (১৪ডিসেম্বর) রাত সাড়ে ৮ দিকে মাগুরাডাঙা এলাকার প্রগতি স্কুলের পাশে একটি আম বাগানে জুয়ার আসর বসে।এসময় গোপন পেয়ে তালা থানার উপ- পরিদর্শক (এসআই) রাজীব সরদার সেখানে অভিযান পরিচালনা করেন। পরে জুয়ার আসর থেকে পালানোর পর বাড়িতে গিয়ে মৃত্যু হয় তার। তবে পুলিশ ও স্থানীয়দের দাবী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অবুল মোড়ল ওরফে জমিদারের। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান,পুলিশের উপস্থিতি জানতে পেরে পালানোর সময় বাড়িতে গিয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে জমিদারের মৃত্যু হয়। জুয়ার আসর থেকে থেকে দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।