সাতক্ষীরা’য় গনঅধিকার সভাপতি ভিপি নুরুলহক নুর এর জন্মদিন পালিত
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা’য় গণঅধিকার পরিষদের সভাপতিও ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর এর ৩৩ তম জন্মদিন পালিত হয়েছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার পক্ষ থেকে কেক কেটে উদযাপন করা হয়।
বৃহস্পতিবার রাতে, সাতক্ষীরার লেকভিউতে কেককাটা শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তবিবুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান, সহ-সভাপতি আজমীর হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক খাইরুল আলম, আশাশুনি উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আল নাসিম রাজু, সাতক্ষীরা সদর উপজেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি জাকির হোসেন,
সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আল ইমরান ইমু, সাবেক সাধারণ সম্পাদক সারাফাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সহ ছাত্র ও যুব অধিকার পরিষদের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তারা যুব অধিকার পরিষদের নেতৃত্ব সারা বাংলাদেশে গনঅধিকার সভাপতি ভিপি নুরুলহক নুর এর দিকনির্দেশনা একযোগে কাজ করে যেতে চায়।