সাতক্ষীরা’র শ্যামনগর জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী দের বিরুদ্ধে নানা অভিযোগ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন কমকর্তা, তাদের বিরুদ্ধে অফিশিয়াল ব্যাবস্থা নিতে চান তিনি।
শ্যামনগর উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র থেকে চেয়ার চুরির অভিযোগ উঠেছিল দুই প্রশিক্ষকের বিরুদ্ধে। প্রশিক্ষকের বিরুদ্ধে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা ও ঢাকা থেকে বাংলা প্রতিছবি প্রিন্ট পত্রিকায় ও অনলাইন পোটালে সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ শুরু করেছে কর্মচারী’রা।
শ্যামনগরে জাতীয় মহিলা সংস্থার প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র থেকে চেয়ার চুরি মালামাল অফিসে ফিরিয়ে দিয়েছে বলে যানা গেছে। নিজেদের নির্দোষ প্রমান করতে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকায় পতিবাদ দিয়েছে ইন্টেরিয়ার ডিজাইন ট্রেডের প্রশিক্ষক হাফিজুর রহমান ও বিজনেস ম্যানেজমেন্ট ট্রেডের প্রশিক্ষক নাহিদ হাসান। এখানে উল্লেখ করেছেন, পাঁচটি টেবিল সহ প্রদর্শনীয় সরঞ্জামাদি গ্রহণ করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করেছেন যে, সংশ্লিষ্ট পাঁচটি টেবিল সহ প্রদর্শনীয় সরঞ্জামাদি বর্তমান দায়িত্বরত অফিসার শাহেদ সাহেবের নিকট থেকে আবেদনের মাধ্যমে গ্রহণ করেছেন কিন্তু ২৯-০১-২৫ তারিখে পত্রিকায় কমকর্তা শাহেদ জবান বন্দিতে প্রকাশিত দ্যা এডিটরস পত্রিকায় ও অন্যান্য পত্রিকায় বর্ণিত আছে যে (৫টি টেবিল সহ প্রদর্শনীয় সরঞ্জামাদি) বিষয়টি তিনি হালকা পাতলা জানেন।
পত্রিকায় উল্লেখ করেছেন যে, উদ্যোক্তাগণ প্রদর্শনীতে সরকারি/ প্রকল্পের চেয়ার টেবিল নিতে পারবে। যদি সেরকম কোন নির্দেশনা থাকে দেখতে পারি জানতে চাইলে প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা শাহেদ আহমেদ
বলেন, প্রতিশোধ না নেওয়াটাই ভালো হবে।
আমি তাদের কাছে লিখিত ভাবে জানতে চাইবো।
প্রতিবাদে উল্লেখ করেছেন যে, উদ্যোক্তা আবেদনের মাধ্যমে পাঁচটি টেবিলসহ প্রদর্শনীয় সরঞ্জামাদি গ্রহণ করেছেন কিন্তু স্বরেজমিনে তদন্তকালীন সময় উমায়েরের বাসায় সংরক্ষিত চেয়ারের বিষয়ে জানতে চাইলে তিনি (উমায়ের) স্বীকারোক্তি মূলক জবান বন্দিতে বলেন নাহিদ স্যার ও হাফিজুর স্যার মুঠোফোনের মাধ্যমে বলেছেন যে, এক ভ্যান ওয়ালার কাছে পাঁচটি চেয়ার পাঠিয়েছি তার কাছ থেকে চেয়ারগুলো বুঝে নিয়ে উঠায় রাখেন বলেছেন।
এই ঘটনায় নিন্দা জানিয়েছে শিক্ষার্থীরা। মালামাল সরানোর সাথে জড়িত দের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন তারা।