আশাশুনি উপজেলায় শ্রীউলা ইউনিয়নে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় শ্রীউলা অস্থায়ী ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মীসভার শুভ উদ্ভাধন করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক। উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলায় ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন হোসেন। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যমে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু, নূর মোহাম্মদ সরদার সভাপতি শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগ, মঈনুল ইসলাম বুলু সাধারণ সম্পাদক শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগ, আলাউদ্দীন লাকি যুব নেতা ও সভাপতি শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়, সাইফুল ইসলাম বাবু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌষিকি কাইফু, ছাত্রনেতা শরিফুল ইসলাম, একলাস হোসেন , রাসেল হোসেনসহ আওয়ামিলীগের সকলসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।