সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুলের পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান ।
রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের শ্যামনগরে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুলের পরিদর্শন করলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন । উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ।
উপস্থিত ছিলেন শ্যামনগরে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুলের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, ডাঃ সাহাবাজ হোসেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুনা পারভীন সহ শিক্ষক , অভিভাবক সহ ছাত্র/ছাত্রী বৃন্দ। উপস্থিত ছিলেন।
শ্যামনগরে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা চেয়ারম্যান জানান,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শ্যামনগর উপজেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে আটুলিয়া ইউনিয়নে অবস্থিত শ্যামনগর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুলের জায়গা ভরাট, ছাত্রছাত্রীদের সুপেয় পানির জন্য ৫০০০ লিটারের দুটি ট্যাংকি প্রদানসহ স্কুলের সামগ্রীক কাযক্রম পরিদর্শন করলাম। এসময় তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান।