সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে শ্যামনগর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
২৫ শে মার্চ মঙ্গলবার দুপুরে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাঃ নুরুল ইসলাম বাদল এর নির্দেশে এসআই সেলিম রেজা ও এ এস আই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
আটক ইকবল হোসেন গোবিন্দপুর গ্রামের ইয়াকুব আলী গাজীর ছেলে কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। গোবিন্দপুর এলাকায় আটক এর পর মাদক ব্যবসায়ী কাছ থেকে ৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে শ্যামনগর থানা পুলিশ কঠোর অবস্থানে আছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা সহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।