শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী ও সকলের সুপরিচিত সেবা মুলক সংগঠন শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮তম রমজানে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সংগঠনের সকল সদস্যদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিস এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল আলিম তার বক্তব্যে বলেন প্রতিবছরের ন্যায় এবছরও সংগঠনের সকল সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের মধ্যদিয়ে সবার বন্ধন আরও সুদৃঢ় হবে। রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন, এবং রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।
ইফতারের পূর্বে শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের এর সকল সদস্যদের পরিবার এবং প্রত্যেক সদস্যের কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন
আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সুন্দরবনী।