শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি সবুজ,সম্পাদক মাহবুব
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখা’র অন্তর্গত শ্যামনগর উপজেলা শাখা’র আংশিক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও মাহবুব আলম বাবুকে সাধারণ সম্পাদক করে আগামী এক (০১) বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন। এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির লিষ্ট জেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার জন্য আহবান জানান। অন্য দিকে দীর্ঘদিন পর উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবং আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও মাহবুব আলম বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করায় সন্তুষ্টি প্রকাশ করেছে উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।