সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, বিভিন্ন নারীদের নিয়ে নিজ বাড়িতে দেহ ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।
এঘটনায় পুলিশ সুপার সাতক্ষীরা বরাবরা লিখিত অভিযোগ করেছে শতাধিক এলাকাবাসী।
মোঃ সিদ্দিক গাজী , হযরত, মাহফুজুর রহমান সহ অভিযোগ কারিরা লিখিত অভিযোগে বলেন,
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মামলাবাজ আজিবর রহমান @ ডবল আজিবর (৫৫) পিতা- মৃত্যু ইমাম আলী গাজী, তার স্ত্রী মোছাঃ হাফিজা খাতুন, মেয়ে মোছাঃ শরিফা খাতুন, আরিফা খাতুন, আসমা খাতুন, পাতানো মেয়ে শিরিনা সহ বিভিন্ন মেয়েদেরকে ভাড়া করে তার বাড়ীতে আশ্রয় দেয় এবং এলাকার উঠতি বয়সের যুবকদের ম্যানেজ করে টাকার বিনিময়ে তার বাড়ীতে দেহ ব্যবসা ও মাদক ব্যবসার মত অপকর্মে লিপ্ত।
ইতিপূর্বে আজিবরের পরিবারের সদস্যরা কয়েকবার মাদক সহ শ্যামনগর থানা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা, হাতে গ্রেফতার হয়েছে এবং শ্যামনগর থানায় নিয়মিত মামলা রয়েছে। আজিবর রহমানের বাড়ী থেকে উঠতি বয়সের যুবতী সহ যুবক আপত্তিকর অবস্থায় আটক করে এলাকার মানুষ পুলিশের কাছে সোপার্দ করে। তাদের এসকল অনৈতিক কাজে এলাকার মানুষ প্রতিবাদ করলে আজিবর ও কন্যা সহ ভাড়াটিয়া যুবতীদের ব্যবহার করে এলাকার নিরীহ মানুষের নামে মিথ্যা হয়রানী মামলায় জড়িয়ে তাদের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করছে। ইতিপূর্বে আজিবর রহমান এর কন্যা মোছাঃ শরিফা খাতুন বাদী হয়ে মেহেদী হাসান পিতা- আব্দুল করিম গাজী সহ আরো ৯ জনের নামে গত ইং- ১১/০৭/২০২৩ তারিখে ১৭/২৯২ নং মিথ্যা মামলা করে । আজিবর রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত, সাতক্ষীরা। মোঃ কামাল গাজী পিতা- মোঃ মোমিন গাজী, গ্রাম পানখালী সহ ৪ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় গত ইং- ১৯/০৮/২০১৭ তারিখে ৩১ নং মিথ্যা মামলা করে। ইহা ছাড়াও আজিবর রহমান এর স্ত্রী হাফিজা খাতুন বাদী হইয়া মোঃ বাবু গাজী (২৪) পিতা- মোঃ হারেজ গাজী, গ্রাম মেন্দিনগর সহ আরো ৪ জনকে আসামী করে শ্যামনগর থানায় গত ইং- ১৫/১০/২০২০ তারিখে ২৫/৪০৩ নং মিথ্যা নারী নির্যাতন মামলা করে । এছাড়া আজিবর রহমানের পাতানো কন্যা তাছলিমা খাতুনকে ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল, আদালত সাতক্ষীরায় ১৬১/২১ নং মামলা করে । মোঃ কাদের গাজী (২২) পিতা- সালামত গাজী, গ্রাম শিবচন্দ্রপুর, সহ ৭ জনের নামে মিথ্যা ধর্ষন ও নারী নির্যাতন মামলা করে। তার পাতানো কন্যা মোছাঃ আয়শা খাতুন, পিতা- মোঃ নূর ইসলাম, গ্রাম শৈলখালী কে ব্যবহার করে। মোঃ আশরাফুল ইসলাম (২৭) পিতা- মোঃ আবুল কালাম মোড়ল, গ্রাম পশ্চিম কৈখালী, সহ আরো ৪ জনের বিরুদ্ধে গত ইং- ২৬/০৫/২০২৩ তারিখ ৫৪ নং মিথ্যা নারী নির্যাতন মামলা করে। এছাড়াও আজিবর রহমানের চতুর্থ কন্যা মোছাঃ শরিফা খাতুনকে বাদী বানিয়ে নারী শিশু আদালতে ৩৮৬/২৩ নং মিথ্যা মামলা করে।
তাদের হয়রানী মূলক মিথ্যা মামলা ও অত্যাচারের কারনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে ।
ইতিমধ্যে মামলাবাজ আজিবর রহমান @ ডবল আজিবর (৫৫) পিতা- মৃত্যু ইমাম আলী গাজী, তার স্ত্রী মোছাঃ হাফিজা খাতুন মাদক মামলায় জেল হাজতে আছে বলে পরিবারের সদস্যরা নিরচিত করে।
তাদের দেওয়াকৃত সব গুলি মামলার আসামীরা আইনী প্রক্রিয়ায় জামিনে আছে এবং কিছু মামলার আসামীরা তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমানিত আদালত হইতে অব্যহতি পেয়েছে। কিন্তু কিছু মামলা তদন্তাধীন আছে। মিথ্যা মামলার কারিগর আজিবর রহমান সহ তার পরিবার এবং সঙ্গীয় লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ মিথ্যা মামলার হয়রানীর শিকার আসামিদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে সঠিক সত্যতা যাচাই করে হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদেরকে আইনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।