শিরোনাম ::
বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক ও বিভিন্ন উপকরণ বিতরণ সুন্দরবন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বিজিবি’র অভিযানে নয় কোটি টাকার ভারতীয় মালামাল আটক ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাবলেটসহ মালামাল জব্দ ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস আটক ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ‌স্বেচ্ছাসেবক আসাদের বিরু‌দ্ধে মিথ‌্যা সংবাদ ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ সুন্দরবনে আনুষ্ঠানিক ভাবে মধু আহরণ শুরু ছাত্রলীগ নেতা মোঃ সামিউল ইসলাম মুন্না কে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামনগরের সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা। বংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন শ্যামনগরে পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট মানিকগঞ্জ সাংবাদিকের উপর হামলা ছিনতাই সাতক্ষীরায় আবারো ভেঙ্গেছে উপকূলের বাঁধ ঈদ আনন্দ নেই গ্রামবাসীর মনে সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার সাতক্ষীরা সদরে তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু আওয়ামীলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় আশার উদ্যেগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮০০ মিটার নিচে পড়ে নিহত ৩১ স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন আশরাফ আরেফিন যুগ্ম সদস্য সচিব সাতক্ষীরা’য় পুলিশের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ভূষিত সদর থানার ওসি শামিনুল হক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম সিংড়ায় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর শ্যামনগরে মহিলা সংস্থার চুরি হওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে কর্মচারী’রা

শ্যামনগর কৃষি খাস জমি বন্দোবস্ত বাস্তবায়ন কমিটির সদস্য পরিচয় প্রতারণার অভিযোগে মোকছেদ আটক

আলোচিত নিউজ ডেক্সঃ
হালনাগাদ : সোমবার, ৩ জুন, ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে প্রতারণার অভিযোগে স্বঘোষিত ভূমিহীন নেতাকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের ছকিমুদ্দীন গাজীর ছেলে মোকছেদ আলী গাজী (৫৫)। এজেহার সূত্রে জানাজায়, মোকছেদ আলী নিজেকে ভূমিহীন নেতা ও শ্যামনগর উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত  ও বাস্তবায়ন কমিটির সদস্য পরিচয় দিয়ে এবং বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত এই মর্মে এলাকার সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে খাস জমি পাওয়ে দেওয়া নাম করে টাকা তোলেন। কিন্তু মাসের পরে মাস, বছরের পর বছর হয়ে গেলেও তারা জমি না পেয়ে টাকা ফেরত চেয়েও টাকা ফেরত না পেয়ে শ্যামনগর থানায় মামলা করেন।

 

মোকছেদ ও পাতাড়াখোলা গ্রামের আব্দুল করিম এর স্ত্রী জাহানারা খাতুন সহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন শ্যামনগর উপজেলা ডুমুরিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুম (৪৩)। ভুক্তভোগীরা থানায় হাজির হয়ে ভূমিহীন নেতা মোকছেদের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং -৪। মোকছেদ শ্যামনগর সদরে ট্রাক টার্মিনাল সংলগ্ন রাস্তার পূর্ব পাশে ‘ভূমিহীন উন্নয়ন সংস্থা” নামীয় অফিস স্থাপন করে বিগত ইং-২০২০ সাল হতে জাহানারা  সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের সাথে পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্যামনগর থানা এলাকার বিভিন্ন গ্রামে যেয়ে, বিশেষ করে সহজ সরল নিরীহ মহিলাদের সরকারী খাস জমি চিরস্থায়ী বন্দোবস্ত সহ দলিল করে দিবে বলে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে জন প্রতি ৬০ হাজার টাকা করে দাবী করে। এবং বলে যে, প্রথমে জন প্রতি ১০ টাকা দিলে তাদের নামে চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রপোজাল হবে। পরবর্তীতে বাঁকী টাকা প্রাপ্তির পর স্ব-স্ব নামে ১০ কাঠা থেকে দেড় বিঘা জমির দলিল করে দিবে এবং সরকারী ঘর পাইয়ে দিবে।

 

গত ইং-০৩/০৩/২০২০ তারিখ হতে ইং-০৭/০৭/২০২০ তারিখের মধ্যে মোকছেদ এর অফিস, ভূমিহীন উন্নয়ন সংস্থায় এসে আনোয়ারা ২৬ হাজার, ছফুরা ২১ হাজার, নাছিরুন ৩৫ হাজার, জেসমিন ৩৭ হাজার, রাবেয়া ২১ হাজার, ফিরোজা ২১ হাজার, পূর্নিমা ২১ হাজার, প্রভাষ ২১ হাজার, শাফিরুন ২১ হাজার,  ইসমাইল ২১ হাজার, জাহানারা ১১ হাজার, জয়নাব ২১ হাজার, হালিমা ২১ হাজার, ফতেমা ১১ হাজার, আম্বিয়া ১১ হাজার , হালিমা ১১ হাজার , সুফিয়া ১২ হাজার, শাজিদা ১১ হাজার, জবেদা ২১ হাজার, মিনা ১১ হাজার, ২০। আছমা ২১ হাজার টাকা। সর্বমোট ৪ লক্ষ ৭ হাজার টাকা।

 

আরও জানাজায়, শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের মহিলাদের সরকারী খাস জমি বন্দোবস্ত দলিল করে দিবে বলে লক্ষ লক্ষ টাকা প্রতারনামূলক ভাবে আত্মসাৎ করেছে। মোকছেদ সহ তার সহযোগীদের  সাথে যোগাযোগ করলে তারা অফিসের ঝামেলা আছে, খুব তাড়াতাড়ি তোমরা আমাদের কথামত সরকারী খাস জমির চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে যাবে এতে কোন সন্দেহ নাই। এভাবে তার সহযোগীরা একেক সময় একেক ধরনের কথাবার্তা বলে তালবাহনা করতে থাকে। সর্ব শেষ ২ রা জুন ২০২৪ তারিখ বিকাল অনুমান ০৪ টার সময় ১নং মোকছেদ এর বাড়ীতে যেয়ে জাহানারা খাতুনকে পেয়ে উল্লেখিত সকলে তাদের টাকা ফেরৎ চাইলে তারা পূর্বের ন্যায় তালবাহনা করে তাড়িয়ে দেয় এবং বলে যে, এব্যাপারে বাড়াবাড়ি করলে প্রয়োজনে তোদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করব। জেল হাজত খাটাবো, শ্যামনগর সদরে পেলে মেরে হাত-পা ভেঙ্গে দিবো ইত্যাদি বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হুমকি ধামকি দেয়।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করেন বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আটক করে জেল হাজতে প্রেরণা করা হয়েছে


এই বিভাগের আরো খবর