সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শ্যামনগর উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। ইতোমধ্যে এলাকায় সম্ভব্য প্রার্থীরা দোয়া প্রার্থনা করে সামাজিক সাইটে প্রচারণার পাশাপাশি এলাকায় পোস্টার ও ব্যানার টানানো শুরু অনেকে এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করে গণসংযোগ শুরু করেছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে শ্যামনগরে বইছে ভোটের আলোচনা। বিকাল থেকে রাত অব্দি বিভিন্ন বাজারে ব্যবসায়ী, দোকান মালিক ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপক গনসংযোগ করেন।
এ সময় শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইদুজ্জামান সাঈদ বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে আমি আমার উপজেলার এলাকায় কাজ করার চেস্টা করেছি। অনেক সীমাবদ্ধতার মাঝেও নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য কাজ করেছি।তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই উন্নয়নের ছোয়া আমাদের এলাকায় ও লেগেছে।এই উন্নয়ন কাজের সাথে উপজেলা পরিষদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত রয়েছি।এবং আগামী দিনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আরোও বড় আকারে কাজ করার সুযোগ ও বরাদ্দ থাকবে।আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।সেই সাথে আমি উপজেলার সকল মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে শ্যামনগর উপজেলার মানুষের উন্নয়নে অবদান রাখতে চাই।