সাতক্ষীরার শ্যামনগরে পল্লী চিকিৎসক শেখ আব্দুল আজিজ হত্যা মামলার বাদি আজমুন নাহার কুইনকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। পলাতক আসামীরা অজ্ঞাত স্থান থেকে মোবাইলে এমন হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেছেন। এঘটনায় জীবনের নিরাপত্তহীনতার কথা জানিয়ে বাদি আজমুন নাহার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। আব্দুল আজিজ উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত অছির উদ্দীনের মেজ ছেলে। তাকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজের একমাত্র মেয়ে আজমুন নাহার নিজের চাচা ও চাচাত ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
শনিবার সকালে আজমুন নাহার বলেন জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে গত ২৯ সেপ্টেম্বর দুই চাচাসহ তিন চাচাত ভাই নিজ বাড়ির সামনের রাস্তায় ফেলে পিটিয়ে তার পিতাকে হত্যা করে। এঘটনায় সেদিন রাতে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে তিনি বাদি হয়ে শ্যামনগর থানায় হত্যা মামলা(যার নং ২৩) করলে পুলিশ গত ২ অক্টোবর প্রধান আসামী আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। তবে পিতাকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছোট চাচা আব্দুল হাকিম অজ্ঞাতস্থান থেকে মোবাইলে মামলা প্রত্যাহারে নানাভাবে চাপ দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আজমুন নাহার অভিযোগ করেন পিতার হত্যাকান্ডের পর একমাত্র মেয়ে ও বিধবা মাকে নিয়ে পিতার বাড়িতে তিনি বসবাস করছেন। তবে ০১৭১৫৭৪৩০৮০ নম্বরের মোবাইল থেকে বার বার কল দিয়ে মামলা প্রত্যাহার না করলে তাকে অপহরণ করে গুমসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় মা ও মেয়েসহ নিজের জীবন নিয়ে তিনি শংকিত বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত নিহতের স্ত্রী নাসিমা আক্তার অভিযোগ করেন আসামীরা এলাকার প্রভাবশালী। কিপরীতে তারা মাত্র তিনজন নারী বসবাস করেন ঐ বাড়িতে। মামলা প্রত্যাহার না করলে জামিন নিয়ে এলাকা ফিরে তাদের যৌথ মালিকানাধীন জমি থেকে বিতাড়িত করার পাশাপাশি হয়রানীমুলক মামলা জড়ানোর হুমকি দেয়া হচ্ছে । এদিকে আসামীরা পলাতক থাকা সত্তেও বাড়ির নারী সদস্যদের দিয়ে তাদের বসতবাড়ি দখলেরও চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বাদির মেয়ে সাদিয়া শাহরীণ শেফা।
অভিযোগের বিষয়ে আব্দুল হাকিমের সাথে যোগযোগের চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে হুমকির কাজে ব্যবহৃত নম্বরের মালিক নিজেকে জিয়াউর রহমান বলে পরিচয় দেন। তিনি জানান দুই দিন আগে তার মোবাইল থেকে আব্দুল হাকিম কোথাও কথা বলেছিলেন।
শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, হুমকির অভিযোগ জানিয়ে মামলার বাদী একটি সাধারণ ডায়েরী করেছেন(যার নং ২০৯/তারিখ ০৫-১০-২৪ করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
ছবি : সংবাদ সম্মেলন করে হুমকির কথা জানান আজমুন নাহার নাহার কুইন।