সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারীতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে ) বিকাল ৪ টায় শংকরকাটি সার্বজনীন দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গনে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উঠান বৈঠক শুরু হওয়ার সাথে সাথে শত শত নারী পুরুষ সেখানে উপস্থিত হয়। এক পর্যায়ে উঠান বৈঠকটিতে জনতার ঢল নামে এবং সেটি জনসভায় পরিণত হয়।
উক্ত উঠান বৈঠকে শংকরকাটি সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরে কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। সভাপতিত্বে করেন শিক্ষক প্রকাশ কুমার গায়েন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাহউদ্দীন আহমেদ, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ-আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল, যুবলীগ নেতা রেজাউল ইসলাম, নিলকান্ত সরদার, অবসর প্রাপ্ত শিক্ষক পরিতোষ হালদার সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য এস এম আতাউল হক দোলন স্বাস্থ্য অধিদপ্তরের, কৃষ সম্প্রসারণের ব্যাপক উন্ন, বিদ্যুৎ খাত সহ, শিক্ষা খাতের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন।