বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর উপর সন্ত্রাসী কিবরিয়ার অতর্কিত হামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর সোমবার ২০২৪ তারিখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমানুল্লাহ বুলবুল, বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। কিবরিয়া আদালতের সাজাপ্রাপ্ত আসামী এবং বিদ্যালয় থেকে বহিষ্কৃত কর্মচারী। তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধনে বিদ্যালয়ের সহকারি শিক্ষক বসির আহমেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধরে রাখতে এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা জরুরি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী ফারজানা সুলতানা জানান, আমরা বিদ্যালয়ে এসে আমাদের শিক্ষকদের নিরাপদ দেখতে চাই। সন্ত্রাসী কার্যক্রমের ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর।
এক অভিভাবক লাভলু গাজি বলেন, আমাদের সন্তানরা যে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছে, সেই বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ম্যানেজিং কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ে সন্ত্রাসী কার্যকলাপের স্থান নেই। প্রশাসনের কাছে আমাদের আবেদন, যেন সন্ত্রাসী কিবরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন।