সাতক্ষীরার শ্যামনগরে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল, ২০২৩ শুক্রবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা লিগ্যাল এইড কমিটি শ্যামনগর, আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. আতাউল হক দোলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মাদ হাফিজুর রহমান, ও সি সির উপজেলা অফিসার প্রনব কুমার, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ।
সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং অন্যান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত সকলকে সরকারের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে এবং এলাকায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান।