শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন সারাদেশে বিএনপি’র নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১১ই ফেব্রুয়ারি শনিবার বিকাল তিনটায় রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এর সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাবেশে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি ও রমজাননগর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান শেখ আল-মামুনের সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও রমজাননগর ইউনিয়নের নৌকার প্রার্থী শাহানুর আলম শাহিন ও অনুষ্ঠান পরিচালনা করেন, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পতিত পবন মন্ডল আরো উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী সহ সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ
এসময় বক্তারা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগের লীগ সরকার দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন করে চলেছে। বিগত সরকারের আমলে যেসব উন্নয়ন কল্পনা করা যেত না আজ তা বাস্তবে রূপ নিয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে আছে।কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা নানা ষড়যন্ত্রে নেমেছে। তারা দেশে উন্নয়ন ব্যাহত করতে ষড়যন্ত্র করেই চলেছে। আগামী নির্বাচনে আবারও দেশ নেত্রীকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নে অংশ নিতে হবে।