আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক১১টা দিকে শ্যামনগর উপজেলার ৬ নং রমজাননগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালিঞ্চী গ্রামের কলোনিপাড়া সহ কয়েকটি পাড়ার উপর দিয়ে প্রচন্ড গতিতে টর্নেডো আঘাত করে ।
এতে কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য আজগর হোসেন বুলু। তিনি আরো জানান, কিছু বুঝে ওঠার আগেই এই টর্নেডো আঘাত হানে। এ ঘটনায় ৫০ টির অধিক ঘর সম্পূর্ণ ধ্বংস হয়, এছাড়া শতাধিক পরিবারের আধা পাকা ও কাচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।তাছাড়া কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।