বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান নিয়ে বিরূপ মন্তব্য করায়
সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার শ্যামনগর চৌরাক্কা মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্যামনগর উপজেলা শাখা আয়োজনে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্যামনগর উপজেলা শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল এর সভাপতিত্বে। বক্তব্য চলাকালে সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, সাবেক ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জি এম ওসমান গনি, জাতীয় শ্রমিক লীগের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি কামরুল হায়দার নান্টু, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টু বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান নিয়ে বিরূপ মন্তব্য করায় তীব্র সমালোচনা করেন এবং তাদেরকে গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সমাবেশ ও মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারক লিপি প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বরাবর প্রেরন করেন স্মারকলিপি সংযুক্ত।