সাতক্ষীরার শ্যামনগরে মায়ের উপর অভিমান করে সাথী নামের ১০ বছরের এক শিশু কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শ্রীফলাটি গ্রামের নিজ বাড়িতে কীটনাশক পানের পর সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সাথী শ্রীফলাটি গ্রামের দিনমজুর ফারুক হোসেনের মেয়ে ও বিএসটি মাদ্রাসার চতুর্থ শ্ৰেণী ছাত্রী ।
সাথীর পিতা ফারুক হোসেন জানান, বুধবার মাদ্রাসায় না যাওয়ায় তার মা তাকে বকাঝকা করে। এঘটনার পরপরই পরিবারের সদস্যরা বাইরে কাজে থাকার সুযোগে সে ঘরে সংরক্ষিত কৃষি ক্ষেতে ব্যবহার্য কীটনাশক রিপকর্ড পান করে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডা. শাকির হোসেন জানান, অবস্থা খুব খারাপ হওয়ায় ওয়াশ করে তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছিল। সেখানে শিশু সার্থীর মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।