সাতক্ষীরা’র শ্যামনগরে মটরসাইকেল চালক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হয়েছে।শুক্রবার ২৯ মার্চ ১৮ রমজান বিকাল ৫টায় বাসস্থান সংলগ্ন এফ এম সুপার মার্কেটে শ্যামনগর সদর মটরসাইকেল পরিবহন মালিক সমবায় সমিতির আয়োজনে সমিতির সভাপতি ছাবের মিস্ত্রি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা (বাংলা), শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ্যাড়ঃ শেখ নুরুজ্জামান টুটুল, সাতক্ষীরা জেলা যুব লীগের সদস্য আব্দুস সালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ, সাংবাদিক সুধীজন সহ বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল শ্রমিকরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর সদর মটরসাইকেল পরিবহন মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।দোয়া ও মোনাজাত করেন হাফেজ কামরুল ইসলাম।