সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে উপজেলার বিভিন্ন মিষ্টি দোকান, খাবার হোটেল অভিযান চালিয়ে জরিমানা আদায় করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন।
বুধবার ২৮ মার্চ বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর কবির, উপ- পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময়, অরিজিনাল সাতক্ষীরা ঘোষ ডেয়ারী,
মুসলিম সুইটস্ এন্ড এন্ড মায়ের দোয়া হোটেল,
প্রমিস সুইটস্, মিষ্টি মহল এন্ড সাতক্ষীরা ঘোষ ডেয়ারী তে পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় ও মালামাল স্বাস্থ্যকর পরিবেশে ঢেকে না রাখার অপরাধে জরিমানা আদায় করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন দোকান মালিক দের সতর্ক করে বলেন আপনারা অবশ্যই স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করবেন এবং রাখবেন। অস্থাস্থ্যকর পরিবেশে খাবার রাখবেন না।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, অস্থাস্থ্যকর পরিবেশে খাবার রাখবেননা, আইন না মানলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।