সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী ও বাইনতলা গ্রামের দীর্ঘ বছর ধরে দখলদারদের দখলে থাকা খাল দুটি উদ্মুক্ত করে দিলেন – শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ। ০৮ই জুলাই সোমবার বেলা ১১ টায় হরিনাগাড়ী খাল ও বেলা ১ টায় বাইনতলা খাল উন্মুক্ত করা হয়।
দখলকৃত খাল উন্মুক্ত অভিযানে এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, নূরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজীত কুমার মন্ডল প্রমুখ। খাল দুটি দখল মুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা উপজেলা চেয়ারম্যান ও সহকারী কমিশনার ভূমিকে ধন্যবাদ জানান