সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী নওশাদ গাজী (সেদা) মোড়ে ট্রাক ইঞ্জিনভ্যান সংঘর্ষে তিনজন আহত হয়েছে। ঘটনাটি আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে। সরজমিনে যেয়ে দেখা ভেটখালী থেকে সুন্দরবন সড়কে কোস্টগার্ড সংলগ্ন নওশাদ গাজীর বাড়ির সামনে ট্রাক ও ইঞ্জিনভ্যান মুখোমুখে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে টেংরাখালী গ্রামের জহুর গাজীর পুত্র আব্দুর রহিম গাজী ( ৩৫) পার্শ্বে খালি গ্রামের নছর উদ্দিন গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫) ও কামরুল ইসলাম (২৬) আব্দুল রহিমকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজের ট্রান্সফার করেন