সাতক্ষীরার শ্যামনগরে নৌ-পুলিশের সমাবেশ ও নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে ৷ ১৭ জুলাই ২০২৩ তারিখ ১২ টার সময় উপজেলার বুড়িগোয়ালিনী নৌ-থানার সহযোগিতায় নৌ-পুলিশ খুলনার আয়োজনে সুন্দরবন এলাকায় ১ জুন হতে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত ৩ মাস মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা উপলক্ষে সচেতনতামূলক নৌ-র্যালি অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
খুলনা রেঞ্জের নৌ-পুলিশের পুলিশ সুপার শরিফুর ইসলাম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব (পিপিএম),
সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম,কে,এম ইকবাল হোসেন চৌধুরী, বিজিবি ১৭ ব্যাটলিয়নের সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম,
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বুড়িগোয়ালিনীর অফিসার ইনচার্জ আহসান হাবিব খান, আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোমেনুর রহমান (বিপিএম), মুন্সীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ী ইনচার্জ নরুল ইসলাম, রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোফাজ্জল হক, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য রবিউল ইসলাম সহ স্থানীয় জেলেরা৷
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দরবন এলাকায় ১ জুন হতে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত ৩ মাস মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সরকার ৷ কোন জেলে বা পর্যটক অবৈধ ভাবে প্রবেশ করবেন না ৷
অনুষ্ঠান শেষে খোলপেটুয়া নদীতে স্প্রিড বোর্ড সহ ট্রলার নিয়ে সচেতনতামূলক নৌ-র্যালি দেওয়া হয় ৷
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, নৌ-পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব (পিপিএম) ৷