সাতক্ষীরা’র শ্যামনগরে “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে (৫ অক্টোবর) শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে একটি
র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপস্থিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আরিফ। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শিক্ষক মাষ্টার আব্দুল অহেদ, সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, সুপার মাওলানা খবির উদ্দিন, প্রভাসক কাজী নেওয়াজ, প্রধান শিক্ষক মোঃ আব্দুর সাত্তার, প্রাধন শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক দিনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।
এসময় বক্তব্যে বলেন আমাদের শিক্ষক দের বেতন বৈষম্য দূর করে সকল শিক্ষক দের বেতন এক ধরায় করার আহবান জানান। কার সরকারি কলেজ, বেসরকারি কলেজ সব একই শিক্ষ্যা ব্যাবস্থা আছে, কিন্তু বেতন বৈষম্য রয়েছে। এদিকে নজর দেওয়ার আহবান জানান।